Header Ads

Information Technology

তথ্য প্রজক্তি কি?


তথ্য মানুসের অধিকার । প্রতিদিন মানুষের জীবনে নতুন নতুন তথ্যের সমাবেশ ঘটেছে। এর ফলে ত থ্যর পরিমাণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কাজে মানুষের অংশ গ্রহণ দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের কাছে উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্বও অনেক বেড়ে যাচ্ছে । কারন মানুষের নিজের পক্ষে সব ত থ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব হয় না । এ জন্য প্রয়োজন উপযুক্ত যার মাধ্যমে মানুষ চাহিবামাত্রই সহজে ও দ্রুততম সময়ে ত থ্য পেতে পারে। তথ্য সংগ্রহ এর সত্যতা ও ব্যধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি (Information Technology) বলা হয়।


oxford dictionary অনুসারে তথ্য প্রযুক্তি হল


“the branch of technology concerned with dissemination , processing and storage of information esp. by means of computer”

No comments

Powered by Blogger.