Header Ads

Run the bike, but do not listen to the song

 বাইক চালাবেন অথচ গান শুনবেন না

বাইক চালাবেন অথচ গান শুনবেন না, তা কী করে হয়। আর সেজন্যে প্রথমবারের মতো বাইকের জন্য বাজারে আসল অ্যাপলের ইফোটেইনমেন্ট। হুন্ডার টুরিং মোটরসাইকেল গোল্ড উইংয়ের ২০১৮ সংস্করণে আপডেট করা হয়েছে এই সেবা। শুধু হুন্ডাই নয়, ইতিমধ্যে ৫০টি বাইক নির্মাণ সংস্থার সঙ্গে এই সাউন্ড সিস্টেম বসানোর বিষয়ে চুক্তি হয়েছে।
মোটর সাইকেলের সাউন্ড সিস্টেমে কিছু প্রকারভেদ রয়েছে। মোটরসাইকেল আরোহী তার বাইকের হাতলের মাঝখানে সাত ইঞ্চি এলসিডি পর্দায় কারপ্লের সকল তথ্য দেখতে পাবেন।  এজন্য তাকে ইউএসবি কেবল দিয়ে আইফোন যুক্ত করতে হবে।  এরপর এর সঙ্গে ব্লুটুথ হেডফোন সংযোগ করতে হবে গ্রাহককে।  গ্রাহক চাইলে হেলম্যাটের বিল্টইন হেডফোনও এতে ব্যবহার করতে পারবেন।
সাত ইঞ্চি পর্দাটি টাচস্ক্রিন না হওয়ায় গাড়ির মতো এতে স্পর্শ করে হুন্ডার এই কারপ্লে নিয়ন্ত্রণ করা যাবে না।  এর পরিবর্তে হ্যান্ডলবার বা ট্যাংকের ওপর থাকা দিক নির্দেশনাকারী প্যাড দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে হবে। এর মাধ্যমে ম্যাপ, বার্তা বা মিউজিক নিয়ন্ত্রণ করতে পারবেন মোটর সাইকেল আরোহী।


No comments

Powered by Blogger.