Header Ads

IPhone


নতুন আইফোনে দুটি সিম ব্যবহার করা যাবে  


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের অধিকাংশই এখন দুটি সিম সমর্থন করে আর এসব ফোন এশিয়াসহ ইউরোপ-আমেরিকার বাজারেও জনপ্রিয় বিশেষ করে দক্ষিণ কোরিয়া চীন ভিত্তিক নির্মাতা স্যামসাং, শাওমি, হুয়াওয়ের স্মার্টফোনে সাধারণত দুটি সিম ব্যবহার করা যায়

তবে বিশ্বসেরা স্মার্ট ডিভাইস নির্মাতা অ্যাপলের আইফোনে এমন সুবিধা নেই আইফোনে এখন পর্যন্ত একটা সিম ব্যবহার করা যায় এবার স্যামসাং, হুয়াওয়ের পথ ধরে অ্যাপলও তাদের আইফোনে দুটি সিম ব্যবহারের সুবিধা দিতে যাচ্ছে আগামী বছর বাজারে আসা নতুন সংস্করণটিতে এমন সুবিধা থাকতে পারে

ইতিমধ্যে একসঙ্গে দুটি সংস্করণের আইফোন বাজারে ছেড়েছে অ্যাপল আইফোন এবং আইফোন ১০ বাজারে ছাড়ার পরপরই দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে আইফোন ১০ আর আইফোন টেনের জনপ্রিয়তার কারণে আইফোন সংস্করণটির চাহিদা অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে

জানা গেছে, ডুয়াল সিম সমর্থিত আইফোনে ইন্টেলের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে অ্যাপল জন্য ইন্টেলের শীর্ষ পর্যায়ে অ্যাপলের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ছাড়া গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে নতুন আইফোনে ডুয়াল এলটিই প্রযুক্তি থাকতে পারে

বর্তমানে সব ধরনের ডুয়াল সিম সমর্থিত ফোনে এলটিই থ্রিজি নেটওয়ার্কের পৃথক প্রযুক্তি যুক্ত করা হয়

No comments

Powered by Blogger.