Header Ads

North America

North America

উত্তর আমেরিকা পৃথিবীর উত্তর  পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ একে কখনো কখনো আমেরিকার উত্তর উপমহাদেশও ধরা হয়মহাদেশটি উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে পশ্চিমে প্রশান্ত মহাসাগর, এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয়ান সাগর পরিবেষ্টিত

উত্তর আমেরিকার আয়তন ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি. (,৫৪০,০০০ বর্গ মাইল), যা পৃথিবীপৃষ্ঠের প্রায় .% এবং ভূ-পৃষ্ঠের ১৬.% ২০০৭ সালে এই মহাদেশে প্রাক্কলিত জনসংখ্যা ছিল প্রায় ৫২ কোটি। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা এশিয়া আফ্রিকার পরে ৩য় বৃহত্তম এবং জনসংখ্যার বিচারে এশিয়া, আফ্রিকা ইউরোপের পরে ৪র্থ বৃহত্তম মহাদেশ
 
আয়তনে ও জনসংখ্যায় বড় দেশ কানাডা

আয়তনে ও জনসংখ্যায় ছোট দেশ বার্বাডোস   

No comments

Powered by Blogger.