Header Ads

South America

South America

দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ মহাদেশটির আয়তন ,৭৮,২০,৯০০ বর্গকিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের ১২% আয়তনের দিকে থেকে এশিয়া, আফ্রিকা উত্তর আমেরিকার পরেই এর স্থান বিষুবরেখা মকরক্রান্তির দুই পাশ জুড়ে এর বিস্তৃতি মহাদেশটি উত্তরে পানামা স্থলযোটকের মাধ্যমে মধ্য উত্তর আমেরিকার সাথে যুক্ত উত্তরে ক্যারিবীয় সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত মহাদেশটির দৈর্ঘ্য ,৪০০ কিলোমিটার আর পূর্ব-পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য, আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ব্রাজিলের পুন্তা দু সেইক্সাস থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত পেরুর পুন্তা পারিনিয়াস পর্যন্ত, ,১৬০ কিলোমিটার  

আয়তনে ও জনসংখ্যায় বড় দেশ ব্রাজিল
আয়তনে ও জনসংখ্যায় ছোট দেশ ফকল্যান্ড 

No comments

Powered by Blogger.