Header Ads

Ocean

মহাসাগর

মহাসাগর অতি প্রকাণ্ড লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে এর ইংরেজি প্রতিশব্দ ওসেন শব্দটির উৎস হল প্রাচীন গ্রিক শব্দওকিআনোজ মহাসাগরগুলি একত্রে পৃথিবীর মোট আয়তনের (.৬১*১০১৪ বর্গ মিটার) প্রায় ৭০.% স্থান দখল করে আছে বিপুল জলরাশি আবার অনেকগুলো মহাসাগর ছোট ছোট সমুদ্রে বিভক্ত
মহাসাগরের অর্ধেকেরও বেশি জায়গার গড় গভীরতা ,০০০ মিটারেরও (,৮০০ বর্গফুট) বেশি। মহাসাগরের জলের গড় লবণাক্ততা .% এবং প্রায় সকল সমুদ্রের গড় লবণাক্ততা % থেকে .% বৈজ্ঞানিকেরা হিসেব করে দেখেছেন যে, মহাসাগরে প্রায় ,৩০,০০০ সামুদ্রিক জলজ প্রাণী রয়েছে। প্রকৃতপক্ষে সামুদ্রিক  জলজ প্রাণীর সংখ্যা নির্ণিত সংখ্যার তুলনায় প্রায় ১০ গুণ বেশী
মহাসাগরকে ৫টি অংশে বিভক্ত করেছেন।
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
ভারত মহাসাগর
দক্ষিণ মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর

উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর

No comments

Powered by Blogger.