Header Ads

Samsung introduces new processor

নতুন প্রসেসর আনলো স্যামসাং

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, এক্সিনস ৯ সিরিজের এই প্রসেসরটির মডেল নাম্বার বলা হয়েছে ৯৬১০। সামনের বছর গ্যালাক্সি এস ৯ ডিভাইসে চিপটি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার এক ব্লগ পোস্টে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি জানায়, “এক্সিনস ৯ সিরিজের ৯৮১০ স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর। তৃতীয় প্রজন্মের পরিবর্তিত সিপিইউ কোর, আপগ্রেডেড জিপিইউ এবং ৬সিএ সমর্থন করে এমন প্রথম এলটিই মডেম রয়েছে এতে।

দ্বিতীয় প্রজন্মের ১০ ন্যানোমিটার প্রসেসর প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এক্সিনস ৯৮১০।
অ্যান্ড্রয়েডবিষয়ক খবরের সাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানায়, “প্রসেসরটি উন্মোচনের জন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি এবং প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি।
স্যামসাংয়ের এক্সিনস ৯ সিরিজের প্রথম প্রসেসর ৮৮৯৫-এর পরের সংস্করণ হলো ৯৮১০। বর্তমানে গ্যালাক্সি এস ৮ ও নোট ৮-এ এক্সিনস ৮৮৯৫ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

নতুন চিপটি ১.২ জিবিপিএস গতিতে ডাউনলোড করতে পারবে বলে অঙ্গীকার করেছে স্যামসাং।

No comments

Powered by Blogger.